ঘরের লিনটন ভেঙে স্কুলছাত্রীর করুণ মৃত্যু : আহত ১

আলমডাঙ্গার মাদারহুদায় বসতবাড়ির নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনা

 

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের মাদারহুদায় বসতবাড়ি নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনা ঘটেছে। নির্মাণশ্রমিকের স্কুলপড়ুয়া মেয়ে খেলা খেলতে গিয়ে ঘরের লিনটন ভেঙে ১ম শ্রেণির স্কুলছাত্রী রজনীর করুণ মৃত্যু হয়েছে। বাড়ি মালিকের মেয়ে আহত হয়েছেন। তার একটি পা ভেঙে গেছে।

জানা গেছে, গতকাল সকাল সাড়ে ৯টার দিকে আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের আলমের বাড়িতে একই গ্রামের প্রতিবেশী নির্মাণশ্রমিক রকিবুল পুরোনো বাড়ি ভাঙার কাজ করছিলেন। এ সময় রকিবুলের মেয়ে স্থানীয় স্কুলের ১ম শ্রেণির ছাত্রী রজনী (৭) পিতার কাছে আসে। রজনীর পিতা তাকে কয়েকবার বাড়িতে যেতে বলেন। এরই মাঝে ঘরের এক পাশে ঘরভাঙার কাজ করার সময় ঘরের লিনটন ভেঙে পড়লে বাড়ি মালিকের মেয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী পূর্ণিমার (১১) পায়ের ওপর পড়ে। তাকে উদ্ধার করার পর একটু দূরে রক্ত দেখে সন্দেহ হলে লিনটন তুলে রজনীকে আহত অবস্থায় দেখতে পাই তারা। তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মারা যায় রজনী। লাশ গ্রামে পৌছুলে পরিবারে শোকের ছায়া নেমে আসে। রজনীর পিতা রকিবুল ও মাতা বিউটিসহ নিকট আত্মীয়দের আজাহারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। একমাত্র সন্তানকে হারিয়ে সান্ত্বনা খুঁজে পাচ্ছেন না তারা। গতকাল বাদ আছর পারিবারিক কবরস্থানে জানাজা শেষে রজনীর লাশ দাফন কাজ সম্পন্ন হয়েছে বলে গ্রামসূত্রে জানা গেছে।