গাংনী প্রতিনিধি: সবার ওপরে নাগরিক। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের শান্তি নিশ্চিত করা। আমরা নাগরিক শান্তি চাই, স্বস্তি চাই, সম্প্রীতি চাই। রাজনীতিবিদরাই দেশ পরিচালনা করবেন এটা স্বাভাবিক। আমরা চাই তাদের আচরণের মধ্যে পরিবর্তন আসুক। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে যে দলের মধ্যে যা যা পরিবর্তন আসা দরকার তাই আসুক। বাংলাদেশ একটি সমৃদ্ধশীল রাষ্ট্রে পরিণত হোক। রাজনৈতিক হানাহানি বন্ধ হোক। দীর্ঘ মেয়াদী একটি শান্তি স্বস্তি ফিরে আসুক। আমরা রাজনীতি বুঝি না, শান্তি চাই। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার দিকে মেহেরপুর গাংনী বাসস্ট্যান্ডে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) গাংনী শাখার প্রধান উপদেষ্টা বিশিষ্ট সংগঠক সিরাজুল ইসলাম।
মানববন্ধন সকাল সাড়ে দশটায় শুরু হয়ে বেলা এগারটায় শেষ হয়। উপজেলা সুজনের সভাপতি অধ্যাপক আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক প্রাক্তন ব্যাংক কর্মকর্তা আক্তারুজ্জামান অল্ডাম, সহসভাপতি ইনামুল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানু, আতোর আলী, যুথিকা রাণী বিশ্বাস প্রমুখ।
সভাপতির বক্তৃতায় অধ্যাপক আব্দুর রশিদ বলেন, দুটি রাজনৈতিক দলের বিবাদমান পরিস্থিতিতে দেশ আজকে অগ্নিগর্ভে পরিণত হয়েছে। এতে দেশের সব মানুষ উদ্বিগ্ন। এ উদ্বিগ্নতার হাত থেকে সবাই রক্ষায় রাজনীতিবিদদের সহিংসতা বন্ধের আহ্বান জানান তিনি।
চলমান সঙ্কট থেকে সাধারণ মানুষ মুক্তি চাই উল্লেখ করে বক্তৃতায় আক্তারুজ্জামান অল্ডাম বলেন, দেশের চলমান দুঃসহ পরিস্থিতি থেকে মুক্তি দিতে হবে। নাগরিক সমাজের শান্তি ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে বাঁচার দাবি জানিয়ে এনামুল হক বক্তৃতায় বলেন, নির্যাতন-নিপীড়ন থেকে আমরা মুক্তি চাই। সোনার বাংলায় সোনার মানুষ হিসেবে বাঁচ চাই। নিজ নিজ সুচিন্তা থেকে চলমান সঙ্কট উত্তোরণের দাবি জানান তিনি। অরাজনৈতিক সামাজিক এ সংগঠনের মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।