চুয়াডাঙ্গাস্থ ৬ বিজিবির চোরাচালান বিরোধী পৃথক দুটি অভিযান
স্টাফ রিপোর্টার: পৃথক দুটি অভিযান চালিয়ে চোরাইপথে আসা ভারতীয় ওষুধ এবং ফেনসিডিল উদ্ধার করেছেন চুয়াডাঙ্গা ৬ বিজিবির সদস্যরা। গতকাল শনিবার বেলা ১২টার দিকে ৬ বিজিবির চুয়াডাঙ্গা হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে ৬ বিজিবির পরিচালক এসএম মনিরুজ্জামান এ তথ্য জানান।
জানা গেছে, গতকাল শনিবার সকালে চুয়াডাঙ্গা বিজিবির আওতাধীন মাগুরা জেলার কাটাখালী বাজারে অবস্থিত এসএ পরিবহনের কাভার্ডভ্যান এবং কাউন্টার থেকে অবৈধপথে ভারত থেকে আনা ক্যান্সার চিকিৎসার কেমোথেরাপিতে ব্যবহার করার ইনজেকশন, কিডনি এবং হৃদরোগের ৬৭ আইটেমের ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত ওষুধের বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। উল্লেখযোগ্য ওষুধের মধ্যে রয়েছে এক্সালিপ্লাটিন, নিওকাইন ইনজেকশন, জোসিয়ান ইনজেকশন, টেনভির ইনজেকশন, মেথক্সি পলিইথাইলিনসহ আরও অনেক ইনজেকশন এবং ট্যাবলেট। এ ধরনের ওষুধ ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়।
বিজিবির পৃথক আরেকটি দল জীবননগর উপজেলার উথলী এলাকা থেকে ৮৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। তবে এ দুটি ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত ফেনসিডিলের মূল্য ৩ লাখ ৫৮ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।