শিক্ষার বিকল্প কিছু নেই, বর্তমান সরকার সঠিক সময়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে

ঝিনাইদহে সুনিতেকন পাঠশালার বার্ষিক ক্রীড়া ও মেধাবিকাশ প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমপি আনোয়ারুল আজীম আনার

 

কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহ- ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার বলেছেন, শিক্ষার বিকল্প কিছু নেই। বর্তমান সরকার শিক্ষা খাতে অগ্রাধিকার ভিত্তিতে বাজেটে বরাদ্দ রেখেছে। শিক্ষার্থীদের হাতে নতুন ক্লাসে উঠার সাথে সাথেই নতুন বই তুলে দিতে অঙ্গীকারবদ্ধ। যার কারণে প্রতিবছরই শিক্ষার্থীদের হাতে স্কুলের প্রথমদিনেই নতুন বই দেয়া হচ্ছে। কোন শিক্ষার্থীর যাতে লেখাপড়া বন্ধ না হয় সেই ব্যাপারে সরকার গরিব শিক্ষার্থীদের জন্য উপ-বৃত্তি চালু করেছে। যার কারণে ঝরেপড়া শিশুর হার অনেক কমে গেছে। এটা বর্তমান সরকারের বড় সাফল্য। শুক্রবার সকালে কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়াস্থ সুনিকেতন পাঠশালার বার্ষিক ক্রীড়া ও মেধাবিকাশ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপরোক্ত কথা বলেন।

সুনিকেতন পাঠশালা পরিচালনা কমিটির সদস্য লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন এমইউ ডিগ্রি কলেজের অধ্যাপক শরিফুল ইসলাম, সুনিকেতন পাঠশালার প্রধান শিক্ষিকা আলহাজ রোকেয়া খাতুন, সাবেক প্রধান শিক্ষক ও ইসাহক আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক নাছির উদ্দিন।