মেহেরপুর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দিপু-খোকন পরিষদ বিজয়ী

 

মেহেরপুর অফিস: মেহেরপুর ব্যবসায়ী সমিতির নির্বাচনে দিপু-খোকন পরিষদ বিজয়ী হয়েছেন। দিপু–খোকন পরিষদ ২১টি পদের মধ্যে ২০টি পদে বিজয়ী হন। গতকাল শুক্রবার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে শান্তিপূর্ণভাবে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুরের খাবারের বিরতি দিয়ে একটানা চলে বিকেল ৪ টা পর্যন্ত।

গতকাল শুক্রবার সন্ধ্যায় ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মেহেরপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৮৪২ জন ভোটারের মধ্যে ৮০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ব্যবসায়ী সমিতির এ নির্বাচনে ২১টি পদের বিপরীতে ২৮ জন প্রার্থী স্ব স্ব পদে তাদের মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন। কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সভাপতিসহ ১২টি পদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করেন নির্বাচন কমিশন।

বাকি ৯টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিজয়ী হয়েছেন- সিনিয়র সহসভাপতি পদে সোহেল আহমেদ (টেলিভিশন) ৪৬৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সানোয়ার হোসেন সেন্টু (দোয়াত-কলম) ৩১৫ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আমিনুল ইসলাম খোকন (চেয়ার) ৩৯২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু ইউসুফ মিরন (হরিন) ৩৭৭ ভোট পান। যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার মোবাইদুল ইসলাম (গোলাপ ফুল) ৩৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বনন্দ্বী সালেহীন আলম অংকুর (উড়ো জাহাজ) ৩৬৭ ভোট পান। কোষাধ্যক্ষ পদে আলমগীর বাদশা শিল্টন (হারিকেন) ৬০১ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বনদ্বী তাজুল ইসলাম (খেজুর গাছ) ১৫৯ ভোট পান। এছাড়া নির্বাহী সদস্য পদে বিজয়ীরা হলেন- চিত্তরঞ্জন শাহা ৫২২ ভোট, আব্দুর রাজ্জাক ৫৭৮ ভোট, আসাদুজ্জামান ৫৫৪ ভোট, শামিম রেজা ৫৮৫ ভোট ও মাফুজ আহম্মেদ ৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিপু-খোকন পরিষদের ১২ জন নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন- সভাপতি পদে মনিরুজ্জামান দিপু, সহসভাপতি পদে ডা. আবুল কাশেম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মফিজুর রহমান, সাংগাঠনিক সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান টোটন, দপ্তর সম্পাদক পদে আব্দুস সালাম, প্রচার সম্পাদক পদে সাফুয়ান উদ্দীন আহমেদ রুপক, সমাজকল্যাণ সম্পাদক পদে শাহীনুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে বুরহানুল আযীম রিয়াদ ও ধর্মবিষয়ক সম্পাদক পদে মোশাররফ হোসেন।