ভারতের মেদেনীপুর ওরশ ১৭ ফেব্রুয়ারি : বিশেষ ট্রেন আসবে আগামীকাল

দর্শনা অফিস: বিশেষ নিয়ামতের আশায় হযরত আলী আ. কাদেরী শামসুল কাদেরী হযরত শাহ সৈয়দ রশিদ আলী মোর্শেদ আলী আল কাদেরী আল হাসান আল হুসাইন আল বাগদাদি মেদেনীপুরের ওরশ শুরু হবে আগামী ১৭ ফেব্রুয়ারি রাতে। পবিত্র ওরশ শরিফে যোগদান করতে আঞ্জুমান-ই-কাদেরীয়ার বড় হুজুর পাক কেবলা পরিচালিত মেদেনীপুর বিশেষ ট্রেনটি এবার দু হাজারের বেশি যাত্রী নিয়ে রাজবাড়ি স্টেশন ত্যাগ করবে আগামীকাল ১৫ ফেব্রুয়ারি রাত ১০টার দিকে। রাত ১টার মধ্যে ট্রেনটি দর্শনা আন্তর্জাতিক স্টেশনে পৌঁছুতে পারে। ট্রেনটি পৌছানোর পরপরই ইমিগ্রেশন, কাস্টমসের প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে। পরের দিন সকাল ১০টার দিকে ট্রেনটি মেদেনীপুরের উদ্দেশে স্টেশন ত্যাগ করতে পারে। আল কাদরীর স্মরণে ১১৩তম ওরশ শরিফে তার ভক্ত আশেকানরা ভারতের মেদেনীপুরের উদ্দেশে বিশেষ এ ট্রেনের যাত্রী ছাড়াও বিভিন্ন সীমান্ত পথে রওনা হয়েছে। দর্শনা জয়নগর সীমান্ত পথে গত কয়েক দিন ধরে ভক্তরা মেদেনীপুরের উদ্দেশে যাচ্ছে। এতে অতিরিক্ত চাপ সহ্য করতে হচ্ছে দর্শনা জয়নগর কাস্টমস, ইমিগ্রেশন ও বিজিবিকে। ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খাচ্ছেন দায়িত্বরত কর্মকর্তা-কর্মচারীরা। গত কয়েক দিনের ব্যবধানে কয়েক হাজার যাত্রী দর্শনা জয়নগর সীমান্ত পথে ওরশের উদ্দেশে ভারতে গেছেন।