বরগুনায় ট্রলারডুবি : সাত মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার: বরগুনার পায়রা নদে ট্রলারডুবির ঘটনায় শিশুসহ সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা হলেন- মো. জয়নাল মিয়া (৬৫), নাঈম (৯), ইউসুফ মাঝি (৫০), মফিজ উদ্দিন (৫২) , আমির আলী (৬০), আলী হোসেন (৩২) ও হারুনুর রশিদ (৬০)। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তালতলী উপজেলার তেতুলবাড়িয়ায় ট্রলারডুবির এ ঘটনা ঘটে।

ট্রলার যাত্রী ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে কুয়াকাটা থেকে বরগুনার চলাভাঙা দরবার শরিফের বার্ষিক ওয়াজ মাহফিলের উদ্দেশে দু শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি যাত্রা নিয়ে শুরু করে। পরে পায়রা নদের তেতুলবাড়িয়ায় পৌঁছুলে অতিরিক্ত যাত্রী থাকায় ট্রলারটি ডুবে যায়। এ সময় স্থানীয় ও জেলেদের সহায়তায় তাৎক্ষণিকভাবে অধিকাংশ যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হন। পরে দুপুর ১টার দিকে স্থানীয়রা কুয়াকাটা এলাকার জয়নাল (৬০) নামের একজনের মৃতদেহ উদ্ধার করেন। পাথরঘাটা কোস্টগার্ডের কমান্ডার লে. কেএম রাহাতুজ্জামান জানান, খবর পেয়ে কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। বিকেল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত ট্রলারের মধ্য থেকে ছয়টি মরদেহ উদ্ধার করা হয়। বরগুনা জেলা প্রশাসক মীর জহিরুল ইসলাম এবং পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক জানান, অতিরিক্ত যাত্রীর কারণে ট্রলারটি ডুবে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতদের পরিবারের জন্য পাঁচ হাজার টাকা করে সহায়তা দেয়া হয়েছে। এ ঘটনায় সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।