নিউ ইয়র্কে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিশু নিহত

মাথাভাঙ্গা মনিটর: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বর্জ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে চার বছর বয়সী বাংলাদেশি একটি শিশু। গত বৃহস্পতিবার সকালে আলবেনি শহরের সেন্ট্রাল এভিনিউ ও কোয়েল স্ট্রিটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় তামিম নামে শিশুটি দুর্ঘটনায় পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তামিমের বাবা মিজানুর রহমান অনিক আলবেনিতে একটি খাবার দোকানের মালিক। তামিম পড়তো স্থানীয় ফিলিপ জে অ্যাচিভমেন্ট একাডেমীতে। আলবেনির পুলিশ কর্মকর্তা স্টিভ স্মিথ সাংবাদিকদের বলেন, সকাল ৯টার দিকে মায়ের সাথে স্কুলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনায় পড়ে তামিম। ওয়াক সাইন দেখে মায়ের হাত ধরেই রাস্তা পার হচ্ছিলো তামিম। অন্যদিকে ট্রাকটিও তখন মোড় নিচ্ছিলো। পুলিশ সংজ্ঞাহীন অবস্থায় তাকে আলবেনি মেডিকেল সেন্টার হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। আলবেনির সহকারী ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ও কাউন্টি ভেহিকেল ক্রাইম ইউনিটের চিফ প্রসিকিউটর ম্যারি টানার রিচটার জানান, দুর্ঘটনার কারণ উদঘাটনে কাজ শুরু হয়েছে। তামিমের মা ও প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নিয়েছে পুলিশ। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ছবিও দেখা হচ্ছে। আটক করা হয়েছে ট্রাকচালককে।