আলোকিত মানুষ হতে হলে প্রবীণদের শ্রদ্ধা সম্মান করতে হবে
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরের মাঝেরপাড়ার বাসিন্দাদের শুক্রবারের দিনটি কেটেছে একেবারেই অন্যরকম পরিবেশে। যেখানে ছিলো না কোনো উঁচু-নিচু, ধনী-গরিব বা ছোট-বড় ভেদাভেদ। দীর্ঘদিন পর অন্য রকম এক পরিবেশ পেয়ে অনেকে আবেগ আপ্লুত হয়েছেন। জড়িয়ে ধরে করেছেন একে অপরের সাথে কুশল বিনিময়। মানুষের প্রতি শ্রদ্ধাবোধ বাড়াতে ও একে অপরকে শ্রদ্ধা করানো শেখাতে মাঝেরপাড়ার নবীনরা প্রায় ১০ জন প্রবীণ ব্যক্তিকে বিভিন্ন ক্যাটাগরির পুরস্কার তুলে দেন।
সেই নবীন-প্রবীণদের মিলন মেলাটি স্মরণীয় করতে অনুষ্ঠানে যোগ দিতে ভুল করেননি জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। তিনি ঢাকা থেকে সড়ক পথে সরাসরি যোগ দেন ওই অনুষ্ঠানে। তখন রাত ৮টা। অনুষ্ঠানস্থলের নানা রঙের আলোক বাতির মতো হুইপের যোগদান সেই অনুষ্ঠান আরো আলোকিত ও প্রাণবন্ত হয়ে ওঠে। জাতীয় সংসদের হুইপ অনুষ্ঠান স্থলে প্রবেশ করেই প্রথমে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান।
তিনি তার বক্তব্যে বলেন, জাতীয় সংসদে আপনারা আমাকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেয়ার পর বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। তবে আজকের অনুষ্ঠানটি আমার কাছে একেবারেই অন্যরকম ও স্মরণীয় হয়ে থাকবে। কারণ আজকের এ অনুষ্ঠানটি অনেক শিক্ষণীয়। এ ধরনের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোয় আমি নিজেকেও গর্ববোধ করছি।
অনুষ্ঠানের আয়োজকদের উদ্দেশে হুইপ বলেন, আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো প্রতি বছরের ১ ফাল্গুন যেন এ অনুষ্ঠানটি অব্যাহত থাকে। কারণ আজকের অনুষ্ঠানটি শুধু অনুষ্ঠান নয়, একে অপরের প্রতি শিক্ষণীয়। কারণ আলোকিত মানুষ হতে হলে অবশ্যই প্রবীন ও বয়জ্যেষ্ঠদের শ্রদ্ধা সম্মান করতে হবে।
আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মিলনমেলা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল, সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুনসী, বিশিষ্ট ঠিকাদার সজল হাসান, সাংবাদিক আরিফুল ইসলাম ডালিম, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, ছাত্রনেতা তারিক প্রমুখ। আলোচনা সভা শেষে মাঝেরপাড়ার ১০ জন প্রবীন ব্যক্তির হাতে টেবিল ফ্যানসহ বিভিন্ন ধরনের পুরস্কার তুলে দেন আমিন্ত্রত অতিথিরা। মিলনমেলা অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন- এ নাসির জোয়ার্দ্দার, হাজি ওসমান, হাসান আলী, শাহ আলম, বাবু জোয়ার্দ্দার, আব্দুল বাতেন, আজিবার রহমান, মাসুম, দুলাল, কল্লোল, সানোয়ার ও সাহিদ।