দেশব্যাপি নৈরাজ্যের প্রতিবাদে চুয়াডাঙ্গায় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মানববন্ধন

 

স্টাফ রিপোর্টার: দেশব্যাপি সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির উদ্দেশে পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা শাখা। গতকাল শুক্রবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন- হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায়, সহসাধারণ সম্পাদক কিশোর কুমার কুণ্ডুসহ নেতৃবৃন্দ ও সদস্যরা।

মানববন্ধনের কয়েকটি ব্যানার মেলে ধরা হয়। এর একটিতে লেখা হয়- সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, নির্যাতন, বাড়ি-ঘর ভাঙচুর করা হচ্ছে। এর প্রতিবাদে মানববন্ধন। অপরটিতে লেখা হয়- দেশব্যাপি সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির উদ্দেশে পেট্রোলবোমা নিক্ষেপ করে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে মানবন্ধন।

Leave a comment