দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক

মান্তে বিরজমান সমস্যা নিরসনে ফলপ্রসু আলোচনা

 

দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে বিরজমান সমস্যা নিরসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এ বৈঠকে। গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দর্শনা জয়নগর বিজিবির আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন- চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ডের পরিচালক লে. কর্নেল মনিরুজ্জামান বিজিবিএম। উপস্থিত ছিলেন- উপপরিচালক মেজর আনোয়ার জাহিদ, দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার রবিউল ইসলাম। বিএসএফ’র পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনীল শর্মা ও ১১৩ ব্যাটালিয়েনের ভিরেন্দ্র দত্ত। লে. কর্নেল মনিরুজ্জামান জানিয়েছেন, বৈঠকে সীমান্তে যৌথ টহল জোরদার, মাদকদ্রব্য, নারী ও শিশু পাচার রোধ, সীমান্তে হত্যা বন্ধসহ বিরাজমান সমস্যা নিয়ে ফলপ্রসু আলোচনা হয়েছে।

Leave a comment