স্টাফ রিপোর্টার: মোদি সরকার নিযুক্ত ভারতের নতুন পররাষ্ট্রসচিব সুব্রামানিয়াম জয়শঙ্কর শিগগিরই ঢাকা আসছেন। গত মাসের শেষদিকে সুজাতা সিংকে সরিয়ে জয়শঙ্করকে পররাষ্ট্রসচিব করে নরেন্দ্র মোদির সরকার। ভারতের শীর্ষ কূটনীতিকের দায়িত্ব নেয়ার পর ঢাকা সফরেই বাংলাদেশের সাথে প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ হচ্ছে তার। শুক্রবার নয়াদিল্লিতে পররাষ্ট্রসচিবের এ সফরের ঘোষণা দিয়ে নরেন্দ্র মোদি বলেন, সার্ক দেশগুলোর সাথে আমাদের সম্পর্ক আরো জোরদার করতে শিগগিরই আমরা নতুন পররাষ্ট্রসচিবকে সার্ক যাত্রায় পাঠাচ্ছি।
জয়শঙ্করের ঢাকা সফর সম্পর্কে অবহিত করতে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে টেলিফোনে কথা বলেন মোদি। প্রধানমন্ত্রীর সাথে কথোপকথনে ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের সাফল্যও কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দু দেশের মধ্যে ঝুলে থাকা দুটি বিষয় আগামী পার্লামেন্ট অধিবেশনেই মিটিয়ে ফেলতে চায় ভারত সরকার।এ বার্তাই বাংলাদেশ সরকারকে পৌঁছে দিতে জয়শঙ্করকে বলেছেন নরেন্দ্র মোদি। ভারত-বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি কার্যকরে দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত বিল পাসের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। তিস্তার পানি বণ্টন চুক্তিও বাংলাদেশের দীর্ঘদিনের দাবি।
এদিকে ঢাকার বর্তমান ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরনকে সরিয়ে নতুন হাইকমিশনার দিচ্ছে ভারত। শিগগিরই নতুন হাইকমিশনার দায়িত্ব নিয়ে ঢাকায় আসছেন বলে জানা গেছে। ভারতের নতুন পররাষ্ট্র সচিব হিসেবে সুব্রামানিয়াম দায়িত্ব নেয়ার পরেই সরানো হচ্ছে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের ভারতীয় রাষ্ট্রদূতকে। এ তালিকায় প্রথম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূত। উল্লেখ্য, আগামী মার্চেই ঢাকা অফিসে পঙ্কজ সরনের মেয়াদ শেষ হচ্ছে।