ঝিনাইদহে আ.লীগ নেতা হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন

 

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনন্দ মোহন ঘোষ হত্যকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইদহ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ গতকাল শুক্রবার দুপুরে শহরের পোস্টঅফিস মোড়ে এ কমসূচি পালন করে।

ঘণ্টাব্যাপি এ মানববন্ধনে হিন্দু-বৌদ্ধ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন। ব্যানার ও প্লাকার্ড হাতে নিয়ে তারা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানান। এ সময় কান্নায় ভেঙে পড়েন নিহতের স্বজনরা। মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী রিংকু ঘোষ, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি কনক কান্তি দাস, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুবির সমাদ্দার, জেলা পূজা পরিষদের সভাপতি তপন শিকদার ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্কাস আলী। সমাবেশে বক্তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ৭ জানুয়ারি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় দুর্বৃত্তদের হামলায় নিহত হন আওয়ামী লীগ নেতা আনন্দ মোহন ঘোষ। এ ঘটনায় নিহতের ভাই তপন কুমার ঘোষ বাদী হয়ে ৪৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। তবে এ মামলায় এখনও পর্যন্ত পুলিশ কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি।

Leave a comment