গাংনীতে ভ্রাম্যমাণ আদালতে একজনের কারাদণ্ড

 

গাংনী প্রতিনিধি: সাইফুল ইসলাম (৪৫) নামের এক গাঁজা ব্যবসায়ীকে গতকাল শুক্রবার বিকেলে এক বছরের কারাদণ্ড দিয়েছেন মেহেরপুর গাংনী উপজেলা নির্বাহী অফিসার নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল আমিনের ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে তাকে ৪শ গ্রাম গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে র‌্যাব। সে খাসমহল গ্রামের কামাল খাঁর ছেলে।

র‌্যাবসূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযানকালে সাইফুলকে ৪শ গ্রাম গাঁজাসহ তার নিজ বাড়ি থেকে আটক করে। অভিযানের সময় গাঁজা কেনাবেচা চলছিলো। সে সীমান্ত এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। অভিযানের নেতৃত্বে ছিলেন র‌্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার উৎপল রায়। বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতে সাইফুল দোষ স্বীকার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আদালতের নির্দেশে গতকালই তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে গাংনী থানাসূত্রে জানা গেছে।