গণমানুষের নেতা সাবেক এমপি আহাম্মদ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত

মেহেরপুর অফিস: ‘গণতন্ত্র পূনরুদ্ধার সংগ্রামে আমরা ছিলাম আছি থাকবো’ এ অঙ্গীকার ঘোষণার মধ্যদিয়ে গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর পৌর টাউন হলে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভাষা সংগঠক একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আহাম্মদ আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুন বলেন, নির্লোভ নির্মোহ চেতনায় জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে দায়িত্ব পালন করতে হবে। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. মারুফ আহমেদ বিজন, মেহেরপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস, সাধারণ সম্পাদক আবু ওবাইদুল্লাহ সেন্টু, সদর থানা বিএনপির সভাপতি শহিদুল হক মাস্টার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এমএকে খাইরুল বাশার, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, মুজিবনগর উপজেলা বিএনপির সাংগাঠনিক সম্পাদক আব্দুর রশিদ, জেলা শ্রমিকদলের সভাপতি আহসান হাবিব সোনা, জেলা কৃষকদলের সভাপতি আব্দুর রব মাস্টার প্রমুখ। পরে বিএনপি ও অঙ্গসংগঠনের শ শ নেতাকর্মীর অংশগ্রহণে একটি শোকৱ্যালি বের হয়।

Leave a comment