গাংনী ও বারাদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : জরিমানা

 

গাংনী প্রতিনিধি: গাইড বই বিক্রির অপরাধে মেহেরপুর গাংনী উপজেলা শ্যামলী বুকল্যান্ডের মালিকের কাছ থেকে দু হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। একই ভ্রাম্যমাণ আদালত বাঁশবাড়িয়া গ্রামে প্রধান সড়কে অভিযান চালিয়ে বিভিন্ন যানবাহনের মালিকের কাছ থেকে সাড়ে চার হাজার টাকা জরিমানা আদায় করেন। অভিযানে ট্রাক, মোটরসাইকেল ও অবৈধ যানবাহন আটক করে কাগজপত্র পরীক্ষা করা হয়।

বারাদী প্রতিনিধি জানিয়েছেন, মেহেরপুর সদর উপজেলার বারাদী বাজারের তিন ব্যবসায়ীর কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বারাদী বাজারের নিউ কাজল হার্ডওয়ারে অনুমোদন ছাড়াই স্পিরিট রাখার দায়ে ৫ হাজার টাকা, অত্যবশ্যকীয় পণ্য নিয়ন্ত্রণ আইনে এমএম হার্ডওয়ার থেকে ৩ হাজার এবং রিমন হার্ডওয়ার থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।