সঙ্কট নিরসনে উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ

 

স্টাফ রিপোর্টার: বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন, শান্তি, স্থিতিশীলতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ গ্রহণ করছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব বানকি মুন এ উদ্যোগ গ্রহণ করেছেন এবং শিগগিরই তা পরিলক্ষিত হবে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক। গত বুধবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, বাংলাদেশের স্থিতি ও গণতন্ত্র রক্ষায় জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগতভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সমস্যা সমাধানে তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। বাংলাদেশের চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে কী ধরনের উদ্যোগ নেয়া হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশের গত এক মাসের পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এ পরিস্থিতিতে জীবনহানির ঘটনায় জাতিসংঘ অব্যাহতভাবে উদ্বেগ জানিয়ে আসছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতিসংঘের বিভিন্ন উদ্যোগের সাথে গুরুত্বপূর্ণ অংশীদার। এ সময় মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিকবলেন, সহসাই জাতিসংঘ মহাসচিবের উদ্যোগ পরিলক্ষিত হবে।