মাসিক সমন্বয় কমিটির সভা বয়কট করলেন আলমডাঙ্গা উপজেলার ইউপি চেয়ারম্যানরা

আলমডাঙ্গা ব্যুরো: মাসিক সমন্বয় কমিটির সভা বয়কট করেছেন আলমডাঙ্গা উপজেলার ইউপি চেয়ারম্যানরা। অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়ার অনিয়ম ও সভায় গৃহীত সিদ্ধান্তসমূহ রেজুলেশন না করার অভিযোগ তুলে সভা বয়কট করা হয়েছে।

জানা গেছে, গত বুধবার ছিলো আলমডাঙ্গা উপজেলা পরিষদের মাসিক সমন্বয় কমিটির সভার নির্ধারিত দিন। কিন্তু উপজেলার সকল ইউপি চেয়ারম্যান সে সভা বয়কট করেছেন। উপজেলা পরিষদের দুটি অফিস সহায়ক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিরোধসহ নানা কারণে চেয়ারম্যানরা সে সভা বয়কট করেছেন বলে জানা যায়। এ বিষয়ে উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক নূরুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, উপজেলা পরিষদের অফিস সহায়ক পদে নিয়োগের ব্যাপারে সভায় আলোচনা করে নিয়োগ প্রক্রিয়া, নিয়োগ কমিটি, আবেদনপত্র বাছাইয়ের কমিটি গঠনসহ সকল প্রক্রিয়া সম্পন্ন করার নিয়ম। অথচ ইতঃপূর্বের কোনো সভায় তা করা হয়নি। কীভাবে নিয়োগ প্রক্রিয়া করা হচ্ছে তা কোনো ইউপি চেয়ারম্যান জানেন না। তাছাড়া মাসিক সমন্বয় সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের রেজুলেশন হয় না। মাঝে-মধ্যে হলেও সে অনুযায়ী কাজ হয় না। সে কারণে বাধ্য হয়েই সকল ইউপি চেয়ারম্যান গত মাসিক সমন্বয় সভা বয়কট করেছেন বলে তিনি দাবি করেছেন।

Leave a comment