পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুতে দু নারীর মৃত্যু

মাথাভাঙ্গা মনিটর: সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে দু নারী মারা গেছেন। গতকাল বুধবার কোলকাতার দুটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয় মৃত্যু হওয়া দু নারী হলেন পশ্চিমবঙ্গের হুগলি জেলার চন্দননগর এলাকার পালপাড়ার বাসিন্দা রুপালি ঘোষ ও অন্যজন মুম্বাইর জু্হু এলাকার বাসিন্দা জয়শ্রী শোভারকার। তিনি কোলকাতার ঢাকুরিয়ার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিলেন। দু নারীর প্রাণহানির বিষয়টি নিশ্চিত করে পশ্চিমবঙ্গ রাজ্যের স্বাস্থ্যসচিব মলয় দে বলেন, এ রোগে আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। রাজস্থান, তেলেঙ্গানা, গুজরাট ও মহারাষ্ট্রের পর এবারই প্রথম পশ্চিমবঙ্গে সোয়াইন ফ্লুর বিস্তার ঘটেছে। ভারতজুড়ে এ পর্যন্ত মোট দু শতাধিক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে রাজস্থানেই মারা গেছেন ১০৯ জন। এদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন হাসপাতালে সোয়াইন ফ্লুর ওষুধের সঙ্কট দেখা দিয়েছে। আহমেদাবাদ থেকে ২৪ লাখ রুপির ওষুধ আমদানি করা হলেও তা এখন কোলকাতা বিমানবন্দরে আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে আছে।