খেলাধুলা সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়
দর্শনা অফিস: দামুড়হুদার বড়বলদিয়ায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া স্কুলমাঠে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা। বড়বলদিয়া ছাত্র সংঘের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নিয়ে মদনা একাদশকে হারিয়ে পারকৃষ্ণপুর একাদশ জিতেছে। খেলা পরিচালনা করেন মামুন ও লিটন। খেলোয়ারদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, খেলাধুলা ছেলে-মেয়েদের সাহসী ও সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলে। আজকের প্রজন্ম প্রতিযোগিতামূলক খেলাধুলার মধ্যদিয়ে নিজের শ্রেষ্ঠত্বকে প্রকাশ করতে পারে। সেই সাথে খেলাধুলার মাধ্যমে সম্ভব দেশের পরিচিতি বিশ্ব দরবারে তুলে ধরা। তাই তৃর্ণমূল পর্যায় থেকে খেলাধুলার প্রতি যত্নবান হতে হবে সকলকে। তাহলে হয়তো একদিন এদের মধ্যে থেকে কেউ বিশ্বকে জয় করবে।
আরশাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলম, দর্শনা পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, আ.লীগ নেতা বরকত আলী, মুনতাজ আলী, হাতেম আলী, মহিউদ্দিন, ইউসুপ আলী মাস্টার, শফিকুল ইসলাম, গিয়াসউদ্দিন, ফয়সাল, ছাত্রলীগ নেতা তোফাজ্জেল হোসেন তপু, রুবেল, মোখলেসুর রহমান, পিয়ার, বেল্টু, মামুন, সাঈদ প্রমুখ। পরে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার তুলে দেন এমপি টগরসহ নেতৃবৃন্দ।