গুলিতে নিহত দু বাংলাদেশির লাশ ফেরত

মহেশপুর লেবুতলা সীমান্তে বিএসএফ-বিজিবির পতাকা বৈঠক

 

মহেশপুর প্রতিনিধি: মহেশপুর উপজেলার লেবুতলা সীমান্তে ভারতীয় বিএসএফ’র গুলিতে নিহত দু বাংলাদেশির লাশ ফেরত দিয়েছে ভারত। ঘটনার পরদিন গতকাল বৃহস্পতিবার ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে রাত ৮টায় লাশ ফেরত দেয়া হয়েছে।

বিজিবি ও এলাকাবাসী সূত্রে প্রকাশ, জলুলী ক্যাম্পের অধীন ৫১ মেন পিলারের কাছে দুপুরে প্রায় দু ঘণ্টা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশের পক্ষে বিজিবির-২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন ও ভারতের পক্ষে বিএসএফ ১ নং ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কেএস শুকলা নেতৃত্ব দেন। ২৬ বিজিবির সিও জাহাঙ্গীর হোসেন জানান, প্রায় দু ঘণ্টার আলোচনায় বিএসএফ’র পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের হত্যার ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে। এছাড়া দু বাংলাদেশি হত্যার বিষয়ে তদন্তপূর্বক দোষী সৈনিকের বিষয়ে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। মিটিঙে উভয় দেশের সোহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখা হবে। মিটিং শেষে আনুষ্ঠানিভাবে কোম্পানি পর্যায়ে প্রতিনিধিদের মাধ্যমে লাশ হস্তান্তর করা হয়। এ সময় যাদবপুর কোম্পানি কমান্ডার গিয়াস উদ্দিন, মহেশপুর থানার এসআই সৈয়দ আলী উপস্থিত থেকে লাশ বুঝে নেয়। পরে পরিবারের কাছে হস্তান্তর করে। অপরদিকে ভারতের জিৎপুর বিএসএফ ক্যাম্পের কমান্ডার উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গতকাল বুধবার ভোরে বিএসএফ’র গুলিতে দু বাংলাদেশি নিহত ও একজন গুরুতন আহত।