স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের শুভ কামনায় আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে চলো বাংলাদেশ লাইভ কনসার্টের আয়োজন করা হয়েছে। গ্রামীণফোন ও দৈনিক প্রথম আলো যৌথভাবে এর আয়োজক। এ কনাসার্টটি সকলের জন্য উন্মুক্ত। প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি জানিয়েছেন, বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল পঞ্চমবারের মতো অংশ নিচ্ছে। এ উপলক্ষে কেন্দ্রীয়ভাবে ঢাকার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শুক্রবার বিকেল ৩টা থেকে কনসার্টের আয়োজন করছে। একই সময়ে চুয়াডাঙ্গায় শ্রীমন্ত টাউনহলে ঢাকার অনুষ্ঠানের উল্লেখযোগ্য অংশ সরাসরি সম্প্রচারসহ জমজমাট লাইভ কনাসার্টের আয়োজন রাখা হয়েছে।