দামুড়হুদার নাপিতখালীর শফি হত্যা মামলার এক বছর অতিবহিত : সিআইডিতে হস্তান্তর

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার কুনিয়াচাঁদপুর দাখিল মাদরাসার অফিস সহকারী নাপিতখালী গ্রামের শফি হত্যা মামলার এক বছর অতিবাহিত হলেও হত্যাকাণ্ডের কোনো রহস্য উন্মোচন হয়নি। বর্তমানে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১১ ফেব্রুয়ারি রাত ১১টার দিকে বাড়ির অদূরে মাঠে মোবাইলফোনে কথা বলা অবস্থায় অজ্ঞাত সন্ত্রাসীরা নাপিতখালী গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে শফিকে (৪০) ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করে ফেলে যায়। তার গোঙানিতে লোকজন উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যায়। পরদিন তার ভাই বাদী হয়ে দামুড়হুদা থানায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যামামলা দায়ের করেন। পুলিশ ঘটনাস্থলে পড়ে থাকা শফির ব্যবহৃত মোবাইলফোন উদ্ধার করে তদন্ত কাজ শুরু করে। পুলিশ জানতে পারে মোবাইলফোনে এক মহিলার সাথে দেড় বছর ধরে দীর্ঘক্ষণ কথা বলে আসছিলেন। ওই মহিলার পরিচয় মেলাতে পারেনি। তদন্তকারী কর্মকর্তা তৎপর হলেও হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি। মামলা তদন্তকারী কর্মকর্তা আবু জাহের ভুইয়া জানান, মামলাটি দু মাস আগে চুয়াডাঙ্গা সিআইডিতে হস্তান্তর করা হয়েছে। শফির পরিবারের দাবি খুনিদের চিহ্নিত করে তাদের শাস্তি নিশ্চিত করা হোক।