দর্শনায় এসএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব নাসির উদ্দিনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি

 

দর্শনা অফিস: এবারের এসএসসি পরীক্ষায় অংশ নেয়া ৫ জন শিক্ষার্থীকে ভুল প্রশ্নপত্র দিয়ে তাদের এ বছরের শিক্ষা থেকে পিছিয়ে দিয়েছেন কেন্দ্রসচিব মেমনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহম্মেদ। অভিযোগ উঠেছে, গত শনিবার অনুষ্ঠিত হয় বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা। এ পরীক্ষায় ২০১৪ সালের পুরোনো প্রশ্নপত্র দেয়া হয়। ফলে ওই শিক্ষার্থীদের পড়তে হয় চরম বিভ্রান্তিতে। শিক্ষার্থীরা হলো- ফয়সাল, সাথী, শাকিলা, জুঁই ও রেশমা। ঘটনাটি জানাজানি হলে নাসির উদ্দিন দৌড়ঝাপ শুরু করেন। শিক্ষাবোর্ডে গিয়ে এ ৫ জনকে উত্তীর্ণ করিয়ে দেয়ার প্রতিশ্রুতিতে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে দরখাস্তে স্বাক্ষর করিয়ে নেন।

বিষয়টি খতিয়ে দেখে ৫ শিক্ষার্থীর বিষয়ে বিবেচনাসহ নাসির উদ্দিনের উদাসীনতার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের সুদৃষ্টি কামনা করেছে অভিভাবক মহল। এ ব্যাপারে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ফরিদুর রহমানের সাথে মোবাইলফোনে কথা বললে তিনি জানান, ব্যবস্থা নিচ্ছি আমরা। তবে তিনি কি ব্যবস্থা নিচ্ছেন তা পরিষ্কারভাবে বলেননি। জেলা শিক্ষা অফিসারের কাছে জানতে চাইলে তিনি শোনেননি বলে জানিয়েছেন।