স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলাগাছি গ্রামে প্রথম আলোর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটায় বেলগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কম্বল বিতরণ করা হয়। এ সময় বেলগাছি ও রেলওয়ে বস্তি এলাকার ৫০ দরিদ্র মানুষের হাতে কম্বল দেয়া হয়। এর আগে দামুড়হুদার পোড়াপাড়া আদিবাসী পল্লিতে আরো ৫০টি কম্বল বিতরণ করা হয়। বিতরণকাজে প্রথম আলো বন্ধুসভা ও বেলগাছি যুব সমাজের সদস্যরা সহযোগিতা করেন। উপস্থিত ছিলেন- প্রথম আলো চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, বন্ধুসভার সহসভাপতি রাহিমা খাতুন, সদস্য মাহমুদ আল আরাফাত, বেলগাছি যুবসমাজের বখতিয়ার হোসেন, বিপুল হোসেন, সোহেল আহমেদ, টুটুল জোয়ার্দ্দার, ইখতিয়ার হোসেন, শাহীন কবির, তন্ময়, জিনারুল, রাজু, মনা ও মুক্কাদী।