ওমানে প্লাস্টিক কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশির মৃত্যু

 

মাথাভাঙ্গা মনিটর: ওমানে ফার্নিচার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে চার বাংলাদেশি নিহত হয়েছে। এ ঘটনায় মোট ছয়জন মারা গেছেন আহত হয়েছেন একজন। নিহতদের অন্য দুজন পাকিস্তানি নাগরিক। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (মিশন ও কল্যাণ) আজহারুল জানান, গতকাল বুধবার ভোরে দেশটির রাজধানী মাস্কাট থেকে সাড়ে ৩০০ কিলোমিটার দূরে বুরাইমি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওমানের বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে তিনি জানান, একটি সোফা তৈরির কারখানায় ঘুমিয়ে থাকা অবস্থায় আগুন লাগলে চারজন বাংলাদেশি মারা গেছে। খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তারা সেখানে যান। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় জানা যায়নি। এদিকে ওমানের পাবলিক অথরিটি ফর সিভিল ডিফেন্স ও অ্যাম্বুলেন্স, ছয়জন নিহতের খবর নিশ্চিত করে টুইট করেছে। ওমানের সংবাদ মাধ্যম বলছে যখন আগুন নিয়ন্ত্রণে আনা হয়, ততোক্ষণে চার বাংলাদেশি ও দু পাকিস্তানি নাগরিক আগুনে পুড়ে মারা যান। এ ঘটনায় একজন আহত হন।

Leave a comment