স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঢাকা মহানগরীতে যে এনকাউন্টারের ঘটনা ঘটেছে তা ইচ্ছাকৃত নয়। পরিস্থিতি এনকাউন্টারে বাধ্য করে। গতকাল বুধবার দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বোমাবাজদের ধরিয়ে দিতে সহায়তাকারী ব্যক্তিদের পুরস্কার দিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পুরস্কার পাওয়া চারজনের মধ্যে তিনজনই ছাত্রলীগের নেতা। ডিএমপির পক্ষ থেকে দেয়া এ পুরস্কার পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজ আল রিয়াদ, জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল নাহিয়ান খান, এএফ রহমান হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন ও রিকশাচালক মোজাম্মেল হোসেন। এ চারজনকে ২৫ হাজার থেকে এক লাখ টাকা করে পুরস্কার দেয়া হয়েছে। তবে কাকে কী পরিমাণ টাকা পুরস্কার দেয়া হয়েছে, তা জানানো হয়নি। ডিএমপির দেয়া পুরস্কারের বাইরে এক ব্যক্তি নিজ উদ্যোগে রিকশাচালক মোজাম্মেলকে ৫০ হাজার টাকা দিয়েছেন। ডিএমপি কমিশনার বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অভিযানে গেলে সেখানে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখিন হন। অনেক সময় নাশকতাকারী বা অপরাধীরা তাদের ওপর হামলা চালায়। তখন আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুলি চালাতে বাধ্য হন। এ ধরনের পরিস্থিতি যখনই আসবে, তখনই এ ধরনের ঘটনা ঘটবে। চলমান সহিংসতা কমে এসেছে দাবি করে তিনি বলেন, আমি বলেছিলাম, এক সপ্তার মধ্যে সহিংসতা কমে আসবে। সহিংসতা কমে এসেছে, আপনারা দেখছেন। আগামীতে সহিংসতা আরো কমে যাবে বলেও আমি আশা করছি। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা অপরাধ করবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে।