মাথাভাঙ্গা মনিটর: বড় জয় দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শেষ করেছে অস্ট্রেলিয়া। সংযুক্ত আরব আমিরাতকে ১৮৮ রানে হারিয়েছে তারা। গতকাল বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ৩০৪ রান করে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে এ ম্যাচে খেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক। অ্যারন ফিঞ্চের সঙ্গে ইনিংস উদ্বোধন করেন তিনি। অর্ধশতক করে ফিঞ্চের (৬১) বিদায়ে ভাঙে তাদের ১২৩ রানের জুটি। এরপর বেশিক্ষণ টিকেননি ক্লার্কও। ৬১ বলে ৮টি চারের সাহায্যে ৬৪ রান করে ফেরেন তিনি। শেন ওয়াটসনের (৩৪) সাথে ৪৮ ও জর্জ বেইলির সাথে ৬৭ রানের দুটি জুটি গড়ে দলকে এগিয়ে নেন স্টিভেন স্মিথ (৫৯)। তার ৫১ বলের ইনিংসটি ৪টি চার ও ১টি ছক্কায় গড়া।