মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে যাদুখালী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে ওই কাউন্সিল অনুষ্ঠিত হয়। পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি সাজ্জাদুল আনাম। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম সাজ্জাদ। অনুষ্ঠানের উদ্বোধন করেন সদর থানা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর থানা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন। বক্তব্য রাখেন পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউনিয়ন অওয়ামী লীগের সাবেক সভাপতি আলাউদ্দিন মণ্ডল, জেলা যুবলীগের যুগ্মসম্পাদক নিশান সাবের, সাংগাঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, মাহফিজুর রহমান মাহবুব, নির্বাহী সদস্য নাসির উদ্দিন প্রমুখ।