মির্জা আব্বাসসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

স্টাফ রিপোর্টার: ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতির প্লট বরাদ্দে অনিয়মের মামলায় বিএনপি নেতা মির্জা আব্বাসসহ পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে এ চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে কমিশন। দুদকের জনসংযোগ কর্মকর্ত প্রণব কুমারা ভট্টাচার্য্য বিষয়টি নিশ্চিত করেছেন। চার্জশিটে অভিযুক্তরা হলেন- তৎকালীন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং মহানগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বর্তমানে অবসরপ্রাপ্ত) বিজন কান্তি সরকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের ক্যাশিয়ার মো. মনছুর আলম ও হিসাব সহকারী মতিয়ার রহমান। এ ছাড়া মামলায় এজাহারভুক্ত আসামী সাবেক উপপরিচালক (ভূমি) মো. আজহারুল হককে (বর্তমানে সদস্য-ভূমি) কোনো সম্পৃক্ততা না পাওয়া তাকে মামলার দায় থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সূত্র আরও জানায়, গৃহায়ন প্রতিমন্ত্রী থাকাকালে ২০০৬ সালে আলমগীর কবিরের হস্তক্ষেপে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে ঢাকা সাংবাদিক ইউনিয়ন সমবায় সমিতি লিমিটেডকে বাজার মূল্যের চেয়ে কম মূল্যে প্লট বরাদ্দ দেন। ১৮ কোটি ৯১ লাখ ৩০ হাজার ৯০০ কোটি টাকা মূল্যের সরকারি সাত একর সম্পত্তি তিন কোটি ৩৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যে বরাদ্দ দিয়ে সরকারের ১৫ কোটি ৫২ লাখ ৫০ হাজার ৯০০ টাকা ক্ষতিসাধনপূর্বক আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিলো। গতবছরের ৬ মার্চ রাজধানীর শাহবাগ থানায় মামলাটি (মামলা নং-১১) দায়ের করে দুদক। দুদকের উপ-পরিচালক হামিদুল হাসান এ মামলা তদন্ত করেছেন। উচ্চ মাধ্যমিক পর্যায়ে উপবৃত্তি চালু হচ্ছে: একনেকে প্রকল্প অনুমোদন মেয়েদের পাশাপাশি এখন থেকে সারা দেশে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হবে। সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কামিটির সভায় ৫১২ কোটি ৭৫ লাখ টাকার একটি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। প্রকল্পের আওতায় সতের লাখ তিন হাজার শিক্ষার্থী এই সুবিধা ভোগ করবে। অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে ৪০ শতাংশ ছাত্রী এবং ১০ শতাংশ ছাত্র নয়টি ক্যাটাগরিতে এই সুবিধা পাবে। বিজ্ঞান বিভাগে একজন শিক্ষার্থী মাসিক উপবৃত্তি ১৭৫ টাকা, টিউশন ফি ৫০ টাকা, বই ক্রয় বাবদ ৭০০ টাকা (এককালীন), পরীক্ষার ফি ৯০০ টাকা (এককালীন) পাবে। অন্যান্য গ্রুপের ক্ষেত্রে পাবে মাসিক উপবৃত্তি ১২৫ টাকা, টিউশন ফি ৫০ টাকা, বইক্রয় বাবদ ৬০০ টাকা (এককালীন), পরীক্ষার ফি ৬০০ টাকা (এককালীন)। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় উপবৃত্তি প্রকল্প ছাড়া আরো ৫টি প্রকল্প অনুমোদন দেয়া হয়। ৬টি প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩৪৭ কোটি তিন লাখ টাকা।