স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) লটারিতে প্রথম পুরস্কারের টিকিট নম্বর হল ঙ-০৪০৬৩৯৩। পুরস্কার বিজয়ী পাবেন নগদ ৩০ লাখ টাকা অথবা একটি ফ্ল্যাট। দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা পাবেন খ-০৪৪৫৭০১ টিকিট বিজয়ী। তৃতীয় পুরস্কার বিজয়ী পাচ্ছেন ১ লাখ ৬০ হাজার টাকা। টিকিট নম্বর চ-০২৬২৬৭৫। মঙ্গলবার বাফুফে ভবনে আয়োজিত লটারির ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। এ সময় যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এমপি, ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান, বাফুফের সিনিয়র সহ-সভাপতি আবদুস সালাম মুর্শেদী, সহ-সভাপতি বাদল রায়, কার্যনির্বাহী সদস্য হারুনুর রশিদ ও শেখ মারুফ হাসান উপস্থিত ছিলেন। ওবায়দুল কাদের বলেন, আমি সংস্কৃতি ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম। আমার মনে হচ্ছে, ক্রীড়াঙ্গনে নবতরঙ্গ আসছে। বাফুফের লটারির ড্রতে চতুর্থ পুরস্কার ছয়টি। এগুলো হল- জ-০৫৫২২৯১, ঞ-০২৩০৪১৬, চ-০২৬৪০৪৯, ছ-০২১৫৪২৩, ঘ-০২১৩০৩৭, ছ-০২১০৪৯৭। পঞ্চম পুরস্কারও ছয়টি। টিকিট নম্বরগুলো হল ঘ-০২৫৭৮০৯, ছ-০২৯০৬৪৪, ছ-০৪৯৪৬০৯, গ-০১২৫১১৩, জ-০২৮১২৮৩, ঙ-০৪৩১৬৬০। সব মিলিয়ে লটারিতে ১ হাজার ১০০ ভাগ্যবান বিজয়ীর নম্বর তোলা হয়েছে। ৫০ লাখ টিকিটের মধ্যে ৩৫ লাখ ৪১ হাজার ৪৬টি বিক্রি হয়েছে বলে বাফুফে জানিয়েছে। প্রতিটি টিকিটের মূল্য ২০ টাকা হিসেবে বিক্রীত টিকিটের দাম হওয়ার কথা প্রায় সাত কোটি টাকা। কিন্তু টিকিট ছাপানো, কমিশন ও ব্র্যান্ডিং খাতে কত টাকা খরচ হয়েছে, তা জানায়নি বাফুফে। জানা গেছে, ফুটবল উন্নয়নের নামে যে লটারির আয়োজন করা হয়েছে, তাতে বাফুফের তহবিল স্ফীত না হলেও কোনো কোনো কর্মকর্তার পকেট ভারি হয়েছে। ড্র অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন অনুপস্থিত ছিলেন।