স্টাফ রিপোর্টার: ‘নাশকতা ও সস্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, দেশবাসী পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যা বন্ধ কর, সবজি চাষিদের সর্বনাশ, শিল্প বাঁচাও, পরিবহন বাঁচাও, শ্রমজীবী মানুষকে তিলে তিলে হত্যা করা বিএনপি, জামায়াত-শিবিরের অগণতান্ত্রিক কার্যকলাপকে প্রতিহত করো। এ সব দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির চুয়াডাঙ্গা জেলা শাখার নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্সপার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক কমরেড আনিসুর রহমান, জেলা শাখার সভাপতি কমরেড সিরাজুল ইসলাম শেখ, সাধারণ সম্পাদক কমরেড আনোয়ার হোসেন, নেতা কমরেড সৈয়দ মজনুর রহমান, দাউদ হোসেন, যুবমৈত্রীর জেলা সভাপতি মামুন অর রশিদ প্রমুখ। সমাবেশ শেষে শহরে বিক্ষোভ করে মিছিল করে। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশে নাশকতা ও পেট্রোলবোমায় মানুষ নিহতের প্রতিবাদে মেহেরপুর গাংনী উপজেলা শহরে ৱ্যালি ও সমাবেশ করেছে ওয়ার্কার্স পার্টি। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে হাসপাতাল বাজার থেকে ৱ্যালি করে বাসস্ট্যান্ড রেজাউল চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা ওয়ার্কার্স পার্টিও সভাপতি কমরেড আলতাব হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রাক্তন ছাত্রনেতা কমরেড নুর আহমদ বকুল। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ, কমরেড আবুল হাসেম, কমরেড মজনুল হক, কমরেড তৈয়ব আলী ও জেলা ছাত্রমৈত্রীর সভাপতি মাইনুল হক মিঠুসহ নেতৃবৃন্দ। কেন্দ্রঘোষিত নাশকতা ও সহিংসতাবিরোধী প্রতিরোধ দিবস উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে নাশকতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিরোধের আহ্বান জানানো হয়।