স্টাফ রিপোর্টার: দেশব্যাপি সন্ত্রাস-নৈরাজ্য-নাশকতা এবং পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চুয়াডাঙ্গা জেলায় কর্মরত সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ স্বাস্থ্য বিভাগের সর্বস্তরের কর্মচারীবৃন্দ। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে একই সময়ে মানববন্ধন করে নৈরাজ্যের প্রতিবাদ জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলার ৪টি উপজেলায় অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।
মানববন্ধন চলাকালে বক্তৃতায় বিএমএ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী অবিলম্বে দেশে চলমান সহিংসতা বন্ধে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান। এ কর্মসূচিতে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, বিএমএ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. পরিতোষ কুমার ঘোষ, স্বাচিবের সদস্য সচিব ডা. আব্দুল লতিফ, সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. মাসুদ রানা, ডা. ফকির মোহাম্মদ, ডা. আবুল হোসেন, ডা. তারেক হাসান শাহিন, চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক আরমান আলী শেখ ও সদস্য সচিব হেদায়েতুল্লাহ জুয়েল উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে হারদীতে সকাল সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আধাঘণ্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচিতে চিকিৎসক-নার্স স্বাস্থ্যসহকারী, কর্মকর্তা-কর্মচারীসহ মাঠকর্মীগণ অংশ নেন। দেশব্যাপি সন্ত্রাস-নৈরাজ্য নাশকতা এবং পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. আবু মোহাম্মদ জহুরুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. জিয়া উদ্দীন, প্যাথলোজিস্ট আজিজুল হক সোমা, ইনচার্জ স্বাস্থ্য পরিদর্শক মাও. মো. আনিচুর রহমান, স্বাস্থ্য পরিদর্শক মজনুর রহমান, ইউসুফ আলী, মহাবুল হক, বড় বাবু, খলিলুর রহমান, ডা. হাবিবুর রহমান, হাবিব, ডা. শাহরিয়ার আহম্মেদ কাজল, ডা. ফারুক হোসেন প্রমুখ। মানববন্ধে সার্বিক সহযোগিতা করেন স্বাস্থ্য সহকারী মো. কামরুল হাসান ফিরোজ।
দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদায় বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে দেশব্যাপি নৈরাজ্য-নাশকতা এবং পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে চিকিৎসক-নার্স, কর্মকর্তা-কর্মচারী সমন্বয়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আবু হাসানুজ্জামান নুপুরের নেতৃত্বে আধাঘণ্টাব্যাপি ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আবাসিক মেডিকেল অফিসার ডা. একরামুল হক, মেডিকেল অফিসার ডা. নুরুন্নাহার নদী, ডা. চাঁদ সুলতনা, ডা. নাজমুল হোসেন, ডা. আশরাফুল মখলুকাত, ডা. রাকিবুল ইসলাম, ডা. সাবিহা শবনম ফাল্গুনী, মেডিকেল অফিসার (ইউনানী) সোহরাব হোসেন, উপজেলা প. প. কর্মকর্তা আব্দুল হান্নান, স্বাস্থ্য পরিদর্শক আবুল কাশেম, সেনেটারি ইন্সপেক্টর আব্দুল মতিন, ইপিআই টেকনেশিয়ান আব্দুল ওহাব, অফিস সহকারী মুনসুর আলী, সিনিয়র স্টাফ নার্স কল্পনা রানী সেন, তাপসী রায়, লাইলী খাতুন, নাজমা খাতুনসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা-কর্মচারীগণ মানববন্ধনে অংশ নেয়।
জীবননগর ব্যুরো জানিয়েছে, দেশব্যাপি সন্ত্রাস-নৈরাজ্য, নাশকতা এবং পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার প্রতিবাদে গতকাল মঙ্গলবার জীবননগরে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএ’র উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীবৃন্দ এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. রওশন আরা বেগমের সভাপতিত্বে দেশব্যাপি নৈরাজ্যে সৃষ্টির তীব্র প্রতিবাদ ও পেট্রোলবোমা মেরে মানুষ পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন বিদায়ী ইউএইচএফপিও ডা. মো. আবু হাসানুজ্জামান নূপুর, ডা. রফিকুল ইসলাম, আরএমও ডা. আব্দুল বাতেন জোয়ার্দ্দার, ডা. আবু ইঊছুফ, ডা. আফিন্দা রাজ্জাক, ডা. ওলিভিয়া আক্তার, প্যারামেডিকেল চিকিৎসক জাহাঙ্গীর আলম, রাশেদ আনোয়ার ও আনিছুজ্জামান প্রমুখ।