নাগরিক সমাজের সংলাপের প্রস্তাব অবাস্তব-অগ্রহণযোগ্য

 

স্টাফ রিপোর্টার: দেশের নাগরিক সমাজ সরকারকে বিএনপির সঙ্গে সংলাপের যে প্রস্তাব দিয়েছেন তা অবাস্তব ও অগ্রহণযোগ্য এবং সন্ত্রাসকে আড়ালের চেষ্টা বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। জেনেভায় অনুষ্ঠিত বিশ্ব বাণিজ্য সংস্থার উচ্চপর্যায়ের সভায় অংশগ্রহণ শেষে দেশে ফিরে সচিবালয়ে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। বাণিজ্যমন্ত্রী বলেন, যারা জঙ্গিবাদ ও সন্ত্রাস করে তাদের সঙ্গে সংলাপে বসা মানে সেটাকে প্রশ্রয় দেয়া। এ জন্যই এ প্রস্তাব অগ্রহণযোগ্য-অবাস্তব। সন্ত্রাসকে আড়াল করা এবং সন্ত্রাসীদের সাথে এক কাতারে দাঁড় করাতে তারা এ প্রস্তাব দিয়েছেন। গতকাল সোমবার নাগরিক ঐক্য প্রক্রিয়ার ব্যানারে সুশীল সমাজের পক্ষ থেকে চলমান সঙ্কট উত্তরণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসনকে পৃথক পৃথক চিঠি দেয়া হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা স্বাক্ষরিত চিঠিতে সংলাপের প্রস্তাব দেয়া হয়। তোফায়েল আহমেদ বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং যারা সন্ত্রাস করছেন, তাদের একই ভাষায় চিঠি দিয়েছেন তারা।