দামুড়হুদা প্রতিনিধি: সীমান্তে মানুষ হত্যা, নারী ও শিশু পাচার রোধ, চোরাচালান প্রতিরোধসহ দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে দামুড়হুদার পৃথক দু সীমান্তে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বাড়াদী সীমান্তের ৮২/২৪ নং মেন পিলারের নিকট শূন্যরেখায় এবং বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঠাকুরপুর সীমান্তের চাকুলিয়া গ্রামে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বাড়াদী বিওপি কমান্ডার নায়েব সুবেদার ইয়াকুব আলী ও ঠাকুরপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার শফিকুল ইসলাম এবং ভারতের পক্ষে ভারতের ১১৩ ব্যাটালিয়নের গোবিন্দপুর ক্যাম্প কমান্ডার এসআই বলজিৎ সিং ও হৃদয়পুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর এসএম শর্মা নেতৃত্ব দেন। চুয়াডাঙ্গা-৬ ব্যাট্যালিয়নের পরিচালক এসএম মনিরুজ্জামান আলাদা দুটি প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।