মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর বেলুতলা জলুলী সীমান্তে বিএসএফ এর গুলিতে আমিনুর (৩৫) ও ফয়জুর রহমান (৪৫) নামে ২ বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে এই ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে যাদবপুর ক্যাম্পের অধীনে জলুলী সীমান্ত এলাকায় আমিনুর ও ফয়জুর গরু আনতে গেলে লেবুতলা ৬২নং মেইন পিলারের কাছে জিরো পয়েন্ট এলাকায় তাদেরকে লক্ষ্য করে গুলি চালায় বিএসএফ এর কাশিপুর ক্যাম্পের জওয়ানরা। এসময় তারা নিহত হয়। পরে তাদের লাশ ভারত সীমান্তের মধ্যে নিয়ে যায় বিএসএফ। নিহত আমিনুর রহমান লেবুতলা গ্রামের মিরাজ হোসেনের ছেলে ও নিহত ফয়জুর রহমান জলুলী গ্রামের শাহাদত হোসেনের ছেলে। নিহতরা গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে মহেশপুরের সীমান্ত এলাকাগুলোতে। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন মাথাভাঙ্গাকে বলেছেন, বিষয়টি আমরা শুনেছি। বিজিবি সাথে সাথে প্রতিবাদ জানিয়ে পত্র পাঠিয়েছে।