স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় পুলিশের গাড়ি লক্ষ্য করে বোমা হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি বিএনপিকর্মী সবুজপাড়ার পারভেজকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সবজুপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। গতকালই সংশ্লিষ্ট মামলায় তাকে আদলতে সোপর্দ করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি রাতে শহরের ১ নং পানির ট্যাঙ্ক এলাকায় একদল দুর্বৃত্ত পুলিশের একটি গাড়ি লক্ষ্য করে বোমা হামলা করে। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। ওই হামলায় আহত হন গাড়িচালক কনেস্টবল জিন্নাহ আলী (৫০)।
এ ঘটনায় ওই রাতেই চুয়াডাঙ্গা সদর থানার এসআই মোস্তাফিজুর রহমান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় মামলা দায়ের করেন। এ মামলায় এজাহারে ২৫ জনের নাম লিপিবদ্ধ করে অজ্ঞাত আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়। এ মামলায় চুয়াডাঙ্গা শহরের সবুজপাড়ার ফজলুর রহমানের ছেলে বিএনপিকর্মী পারভেজকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের এসআই খালেদুর রহমান, এসআই ইব্রাহিম, এএসআই জগদীশসহ সঙ্গীয় ফোর্স গ্রেফতার করেন।