চুয়াডাঙ্গায় নারী ও শিশু নির্যাতন মামলায় মা ও ছেলে গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার: নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মা ও ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাত সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গার টেইপুর গ্রামের শুকুর আলীর স্ত্রী রোকেয়া খাতুন (৫০) ও তার ছেলে জামিল হোসেনকে (৩২) গ্রেফতার থানায় নেয় পুলিশ। সদর থানার সেকেন্ড অফিসার এসআই আমির আব্বাস গোপন সংবাদের ভিত্তিতে রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের বাড়ি থেকে গ্রেফতার করেন। আজ সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হতে পারে।