গাংনীর চাঁদপুরে আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ

গাংনী প্রতিনিধি: অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের আব্দুর রব। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে নিজ বাড়ির আঙিনায় অজ্ঞাত দুর্বৃত্তের ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে বিস্ফোরণ ঘটে। আব্দুর রব চাঁদপুর গ্রাম আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং পেশায় একজন ডিশক্যাবল নেটওয়ার্ক ব্যবসায়ী।

আব্দুর রব জানান, তিনি টয়লেট সেরে বাড়ির উঠোনে নামার সময় বাড়ির এক কোণে এক ব্যক্তিকে দেখতে পান। বিপদের আশঙ্কায় নিরাপদে সরে যাওয়ার চেষ্টা করেন। কিছু বুঝে ওঠার আগেই তাকে লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে ওই ব্যক্তি পালিয়ে যায়। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে বোমাটি তার থেকে কিছু দূরে বিকট শব্দে বিস্ফোরিত হয়। বোমার শব্দে তার বাড়ির লোকজন ও গ্রামবাসীর মনে আতঙ্কের সৃষ্টি হয়। প্রতিবেশীরা জড়ো হয়ে বোমা হামলাকারীদের খুঁজতে এদিক ওদিক ছুটাছুটি শুরু করেন। কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি।

তার বাড়ির পাশে চায়ের দোকানে গ্রামের অনেকেই অবস্থান করছিলেন। বোমার শব্দে তারা আতঙ্কি হয়ে ছুটতে থাকেন। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত সংগ্রহ করে।

বোমা হামলার ব্যাপারে আব্দুর রবের অভিযোগ, বিদেশে লোক পাঠানোর একটি ঘটনা কেন্দ্র করে কয়েকজন লোক তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। গত রোববার ও সোমবার তাদের দু দফা হামলা থেকে তিনি রক্ষা পেয়েছেন। সাত দিনের মধ্যে তাকে হত্যার হুমকি দেয়। এর তিন দিনের মাথায় বোমা হামলা হয়েছে বলে জানান তিনি। হামলার পরে তার বাড়িতে পুলিশের উপস্থিতির সময়ে মোবাইলে আবারো হুমকি দেয় এক ব্যক্তি। এ যাত্রা রক্ষা পেলেও মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে বলে মোবাইলফোনের লাইন কেটে দেয়। হামলা ও হুমকিতে চরম নিরাপত্তাহীনায় ভুগছেন আব্দুর রব ও তার পরিবারের লোকজন। তবে হামলাকারী ও হুমকির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানালেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন।