কালকের এসএসসি পরীক্ষা হবে কি-না সিদ্ধান্ত আজ

স্টাফ রিপোর্টার: ২০ দলের টানা অবরোধ-হরতালের মধ্যে আগামীকাল বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে কি-না সে বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত হবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। মন্ত্রী একই সাথে হরতাল প্রত্যাহারের আহ্বান জানান।

কাল বৃহস্পতিবার আটটি সাধারণ বোর্ডের অধীনে এসএসসিতে ইসলাম ও নৈতিক শিক্ষা/ইসলাম শিক্ষা, হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা/হিন্দু ধর্ম শিক্ষা, বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষা/বৌদ্ধ ধর্ম শিক্ষা এবং খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা/খ্রিস্ট ধর্মশিক্ষা বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।

এছাড়া মাদরাসাবোর্ডে ফিকহ ও উসুলুল ফিকহ; কারিগরি শিক্ষাবোর্ডে এসএসসি ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২(১৯২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২(৮১২৫, সৃজনশীল/সাধারণ) এবং দাখিল ভোকেশনালে পদার্থ বিজ্ঞান-২(১৭২৫, সৃজনশীল) ও পদার্থ বিজ্ঞান-২ (৮৫২৫) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা।

শিক্ষামন্ত্রী বিএনপির উদ্দেশে বলেন, কাল বৃহস্পতিবার হরতাল না দিলে যদি বড় ধরনের ক্ষতি হয় তাহলে পরীক্ষার দু ঘণ্টা আগে ও দু ঘণ্টা পরে হরতাল দেবেন না। তাদের নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করে দেবেন। আমি আশায় থাকলাম হরতাল প্রত্যাহার করবেন।

গত ৮ ফেব্রুয়ারি থেকে ডাকা বিএনপি জোটের টানা হরতাল বুধবার সকাল ছয়টায় শেষ হওয়ার কথা থাকলেও মঙ্গলবার এক বিবৃতিতে তা ১৩ ফেব্রুয়ারি সকাল ছয়টা পর্যন্ত বাড়ানো হয়। গত ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে ২, ৪, ৮ ও ১০ ফেব্রুয়ারির ২২টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।