কার্পাসডাঙ্গায় গরম পানিতে পড়ে ঝলসে গেছে শিশুর পা

 

ভ্রাম্যমান প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় গরম পানিতে পড়ে দু বছরের শিশু পা ঝলসে গেছে। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টার দিকে কার্পাসডাঙ্গার জগবন্ধু বসুর ছেলে সান্নিধ্য বসু (২) খেলার সময় রান্নাঘরের চুলায় ডিম সিদ্ধের গরম পানিতে পড়ে। এতে করে তার ডান পা ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে নিয়ে কার্পাসডাঙ্গা একটি ক্লিনিকে ভর্তি করা হয়। শিশু সান্নিধ্য আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।