আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রহস্যজনক চুরির রহস্য উন্মোচন

 

আলমডাঙ্গা ব্যুরো: অবশেষে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে রহস্যজনক চুরির রহস্য উন্মোচিত হয়েছে। সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষকের বিরুদ্ধে আভ্যন্তরীণ, সরকারি অডিট ফাইল, ৭ নং রেজুলেশন বই ও নিয়োগ সংক্রান্ত পত্রিকা ফাইল চুরি করে নিয়ে গেছে।

জানা গেছে, গত রোববার রাতে অজ্ঞাত চোরচক্র আলমডাঙ্গা থানার সামনে অবস্থিত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অফিসকক্ষের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে অবস্থিত কম্পিউটারসহ দামি সামগ্রী থাকলেও তা নেয়নি তারা। তবে আলমারি ও টেবিলের ড্রয়ারের কাগজপত্র বাইরে ছড়িয়ে ছিটিয়ে রেখে যায়।

তালা ভেঙে ভেতরে প্রবেশ করলেও চোরচক্রের কিছু চুরি না করার ঘটনাকে তাৎক্ষণিকভাবে সকলেই রহস্যজনক মনে করেছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ গতকাল দিনভর তালাভাঙ্গা আলমারিগুলোর সমস্ত ফাইল অনুসন্ধান করার সময় দেখতে পান যে, বিদ্যালয়ের সাময়িক বরখাস্তকৃত প্রধান শিক্ষক মনিরুজ্জামানের বিরুদ্ধে আভ্যন্তরীণ, সরকারি অডিট ফাইল, ৭ নং রেজুলেশন বই ও নিয়োগ সংক্রান্ত পত্রিকা ফাইল চুরি খোয়া গিয়েছে।