আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় কালিদাসপুর গ্রামের এক নেশাখোর অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দু বছরের সাজা প্রদান। গতকাল মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা হাজিমোড়স্থ একটি ইলেকট্রনিক্সের দোকান থেকে তাকে আটক করে উপজেলা নির্বাহী অফিসাররের অফিসে নিয়ে গেলে তিনি এ রায় প্রদান করেন।
জানা গেছে, উপজেলার কালিদাসপুর গ্রামের মুক্তিযোদ্ধা ময়নদ্দিনের ছেলে হিমেল (৩২) র্দীঘদিন যাবত গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করতো। গতকাল দুপুরে গাঁজা কেনার জন্য তার পিতার নিকট টাকা নিতে এলে তার পিতা উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফোন করলে তিনি সাথে সাথে থানা থেকে পুলিশ ডেকে তাকে ধরে তার কার্যালয়ে আনতে বলেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আলম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে দু বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এসআই জিয়াউর রহমান ও এএসআই নুরুল ইসলাম।