অনেকটা চুপিসারেই বিয়ে সেরে নিলেন বলিউড অভিনেতা কুনাল কাপুর। পাত্রী ন্যায়না বচ্চন। সুপারস্টার অমিতাভ বচ্চনের ভাইঝি তিনি। তার বাবা অজিতাভ বচ্চন, মা রামোলা বচ্চন।
আফ্রিকা মহাদেশের মনোরম সিশেলেস দ্বীপে ৯ ফেব্রুয়ারি ঘরোয়া পরিসরে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এই অনুষ্ঠানে দুই পরিবারের লোকজন ও ঘনিষ্ঠদের উপস্থিত থাকতে দেখা যায়। বিয়ের পর সমুদ্র সৈকতে অনুষ্ঠান হয়েছে।
ভারতে ফিরে এলে দিল্লিতে নবদম্পতির বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে বলে জানা গেছে। কুনালের কাছাকাছি থাকতে সম্প্রতি মুম্বাই থেকে দিল্লিতে চলে আসেন ন্যায়না। তিনি পেশায় ব্যাংকার।