রাজনৈতিক সঙ্কট নিরসনে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের মানববন্ধন

স্টাফ রিপোর্টার: জনমনে শান্তি ও স্বস্তি ফিরিয়ে আনার লক্ষ্যে চলমান রাজনৈতিক সঙ্কট নিরসন ও সহিংসতা বন্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ শাদা পতাকা নিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে। চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে গতকাল সোমবার বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত শহীদ হাসান চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সংঘাত নয় শান্তি চায় এ স্লোগান দিতে থাকেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি প্রভাষক আবুল হাসান, সাধারণ সম্পাদক ডা. জিনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইমরান সরকার, অর্থ সম্পাদক মাও. সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক হাসানুজ্জামান সজিব প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আপনারা জানেন বর্তমান দেশে যে অরাজকতা ও নৈরাজ্য চলছে তাতে দেশ বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। দৈনন্দিন কাজ কর্ম, ব্যবসা-বাণিজ্য সব কিছু বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশে চরম দুর্ভিক্ষ ও বিপর্যয় নেমে আসবে। সরকার ও বিরোধী দল দেশের নিরাপত্তা ও মানুষের সুখ-শান্তি চায় না, চায় শুধু ক্ষমতা। সরকার ও বিরোধী দলকে সাবধান করে বলেন, খুন-গুম-জ্বালাও-পোড়াও-বোমাবাজি ও বিচার বহির্ভুত হত্যা বন্ধ করুন। দেশের মানুষের জীবন ও সম্পদ ধ্বংস করবেন না। ক্ষমতার মোহে পরে মানুষ হত্যা করবেন না। আপনারা যদি এ অচল অবস্থার নিরসন করতে ব্যর্থ হন তাহলে পীর সাহেব চরমোনাই দেশের শান্তিকামী জনগণকে সাথে নিয়ে গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন। জাতিসংঘের মাধ্যমে দেশে চলমান অরাজকতার অবসান দাবি করেন বক্তারা। পরে তারা দেশ ও জনগণের শান্তি বজায় রাখার জন্য দোয়া মোনাজাত করেন। মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন মাদরাসার ছাত্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Leave a comment