মেহেরপুর ও গাংনীতে আওয়ামী লীগের মানববন্ধন

মেহেরপুর অফিস: সারাদেশে বিএনপির-জামায়াতের সহিংসতা, নিরীহ মানুষকে পুড়িয়ে হত্যা, সন্ত্রাস ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিবাদে মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ। গত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সামনে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, সিনিয়র সহসভাপতি আশকার আলী, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদসহ নেতৃবৃন্দ।
একই সময়ে হোটেল বাজার মোড়ে সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুলের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন এমপি ফরহাদ হোসেন। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আমাম হোসেন মিলু, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, শহর ছাত্রলীগের সভাপতি মাহফুজুর রহমান পলেনসহ নেতৃবৃন্দ।
গাংনী প্রতিনিধি জানিয়েছেন, সারাদেশে নাশকতা ও পেট্রোলবোমায় মানুষ হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে আওয়ামী লীগ। গত রোববার বিকেল সাড়ে চারটার দিকে মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মকবুল হোসেনের নেতৃত্বে বাসস্ট্যান্ডে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিভিন্ন এলাকা থেকে আগত নেতাকর্মী সমর্থকদের অংশগ্রহণে মানববন্ধনটি বাসস্ট্যান্ড থেকে প্রধান সড়কের উত্তরপাড়া মজিরুদ্দীন মার্কেট ও পশ্চিমে পশু হাসপাতালের সামনে পর্যন্ত প্রসারিত হয়।
নাশকতার প্রতিরোধ, মানুষ হত্যার নিন্দা ও হত্যাকারীদের বিচার দাবি, শেখ হাসিনা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের স্লোগান এবং বিএনপি-জামায়াতের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা সংবলিত প্লাকার্ড নিয়ে মানববন্ধনে দাঁড়ান অনেকেই। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক একেএম শফিকুল আলম, সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, কৃষি বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা নুর জাহান বেগম, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনি সম্পাদক নাজমুল হুদা, সহসভাপতি কাবুল হোসেন, অর্থবিষয়ক সম্পাদক আয়ুব আলী, আব্দুর রাজ্জাক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ মোহন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সোহেল আহম্মেদ, আল ফারুক, আমজাদ হোসেন, কাউন্সিলর রওশন আরা, নবীর উদ্দীন, কামরুজ্জামান ডাবু, আশিকুর রহমান আকাশ, আসাদুজ্জামান মিলন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি সাইফুজ্জামান সিপু, ফয়সাল আহম্মেদ সাগর, সাংগঠনিক সম্পাদক তোহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন ও পৌর ছাত্রলীগের ইমরান হাবীবসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a comment