মিশরে স্টেডিয়ামে দর্শক-পুলিশ সংঘর্ষে নিহত ৪০

মাথাভাঙ্গা মনিটর: মিশরে আবারো আক্রান্ত ফুটবল। আবারো লাশের মিছিল। তিন বছর আগে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি হলো গত রোববার। এদিন মিশরের ফুটবলপ্রেমীরা খেলা দেখতে আসার আগে কল্পনাও করতে পারেননি যে এটাই তাদের জীবনের শেষ ম্যাচ হতে চলেছে। গত রোববার দেশটির এয়ার ডিফেন্স স্টেডিয়ামে ঘটে গেলো এক মর্মান্তিক ঘটনা। খেলা দেখতে এসে প্রাণ হারালেন ৪০ জন। আহত হয়েছেন আরো ২২ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক। জামালেকের খেলার কথা ছিলো ইএনপিপিআই’র সাথে। জামালেক সমর্থকদের বিনা টিকিটে স্টেডিয়ামে ঢোকাকে কেন্দ্র করে পুলিশের সাথে বিবাদ। যার জেরে পদপিষ্ঠ হয়ে মৃত্যুমিছিল। সমর্থকদের ঢোকার জন্য স্টেডিয়ামে একটি ছোট গেট খোলা রাখা হয়েছিলো। যার ফলে হুরোহুড়ি শুরু হয়ে যায়। সেটা সামলাতে পুলিশের তরফে কাঁদানে গ্যাসও ছোঁড়া হয়। তখনই পুলিশের সাথে শুরু হয়ে যায় সমর্থকদের ঝামেলা। অতীতেও জামালেক সমর্থকরা এ ধরনের হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে। তাই আগে থেকেই এদিন প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিলো। এ উগ্র সমর্থকরা আল্ট্রা হোয়াইট নাইটস নামেও পরিচিত। আজ থেকে বছর তিনেক আগের ফেব্রুয়ারিতেই মিশরের পোর্ট স্টেডিয়ামে ঘটেছিলো দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ঘটনা। সেদিন দু দলের সমর্থকদের বিবাদে বলি হয়েছিলো ৭৪ জন। শতাধিক সমর্থক আহত হয়েছিলেন।