স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মানুষ পুড়িয়ে মারা কোনো আন্দোলন হতে পারে না। মুরগির বাচ্চা নিয়ে যাওয়া কোনো ট্রাক পুড়িয়ে দেয়া, বইয়ের গাড়িতে আগুন দেয়া কোনো আন্দোলন নয়। এমন অমানবিক কাজ কোনো মানুষ করতে পারে-এটা ভাবতেই কষ্ট হয়। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৫’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন তিনি। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগের দেশ। প্রাকৃতিক দুর্যোগের মতো এ দেশকে মাঝেমধ্যে মানুষের সৃষ্ট কিছু দুর্যোগও মোকাবেলা করতে হয়। গত এক মাস ধরে আমাদেরকে কিছু মানুষের দ্বারা সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে।
এ সময় প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, চোখ থাকতেও যারা অন্ধ, যারা দেশের উন্নয়নকে টেনে নামাতে চায় তাদেরকে জনগনই মোকাবেলা করবে। ইনশাআল্লাহ আমরা বর্তমান পরিস্থিতিও কাটিয়ে উঠতে পারবো। প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবতা; এটি আর এখন স্বপ্ন নয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে এখন ইন্টারনেটের ব্যবহার ছড়িয়ে পড়েছে। জমিতে ফসল ফলাতে সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারছেন কৃষক। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। প্রধানমন্ত্রীপুত্র বলেন, আগামী পাঁচ বছরে ডিজিটাল বাংলাদেশ নির্মাণে আমরা আরো এগিয়ে যাব।