মাথাভাঙ্গা মনিটর: প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে এসেই অঘটন ঘটানোর স্বপ্ন দেখা আফগানিস্তান প্রস্তুতি ম্যাচে ভারতকে হারাতে চায়। আত্মবিশ্বাসী আফগানদের লক্ষ্যটা আরও সুদূরপ্রসারী; ভারতকে হারিয়ে আসলে তারা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুতি সারতে চাচ্ছে। আজ মঙ্গলবার অ্যাডিলেইডের ওভালে নিজেদের প্রথম বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়েই স্বপ্নের পথে যাত্রা শুরু করতে চান আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবি। ভারতকে হারাতে প্রত্যয়ী নবি বলেন, বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুত হতে, আশা করি, (ভারতের বিপক্ষে) ভালো খেলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব এবং আশা করি, আমরা ভারতকে হারাব। চমক দেখানোর আত্মবিশ্বাস পাচ্ছেন নবি।
ভারতকে হারিয়ে বাংলাদেশ ম্যাচের প্রস্তুতি চায় আফগানরা
