নবচিত্র অফিসে হামলার প্রতিবাদে হরিণাকুণ্ডু প্রেসক্লাবের নিন্দা

হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের কালিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক নবচিত্র অফিসে হামলা ও প্রকাশকের প্রাণনাশের হুমকির তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন হরিণাকুণ্ডু প্রেসক্লাব নেতৃবৃন্দ। গত শনিবার বেলা সাড়ে এগারোটার দিকে একদল দুর্বৃত্ত নবচিত্র অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, প্রকাশের প্রাণনাশের হুমকি দিয়ে তালা লাগিয়ে দেয়ার ঘটনায় নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, সংবাদপত্রের কণ্ঠরোধ করে কোনোকালেই কেউ ক্ষমতার স্থায়ীকরণ করতে পারেনি। বর্তমানেও এটি সম্ভব নয়। বরং সংবাদপত্রের অফিসে হামলা চালানোর অর্থই হলো গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি। যা দেশ ও জাতির জন্য কল্যাণবহ নয়। নেতৃবৃন্দ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন হরিণাকুণ্ডু প্রেসক্লাবের সভাপতি টিপু সুলতান বারী, সহসভাপতি মাহবুব মুরশেদ, সেক্রেটারি ডা. নাজমুল আহ্সান, সহসেক্রটারি এইচ মাহবুব মিলুসহ হরিণাকুণ্ডুতে কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।